সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্পেশালাইজড হাসপাতাল ও ঢাকা ট্রমা সেন্টার বন্ধের নির্দেশ

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায় দুটি টিম।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরা হাই কেয়ার হাসপাতালের হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় বন্ধ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।

এদিন আরও পরিদর্শন করা হয়, লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক।

 

একুশে সংবাদ/বিএইচ

স্বাস্থ্য বিভাগের আরো খবর