সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯১

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ৭ অক্টোবর, ২০২২

দেশে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৮ হাজার ১০১৫ জন। শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।


শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।

 

২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

একুশে সংবাদ/এসএপি

স্বাস্থ্য বিভাগের আরো খবর