সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় ১৬শ

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৭ এএম, ২ সেপ্টেম্বর, ২০২২

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন। আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

 

শুক্রবার ২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৯৮৪জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯৭ হাজার ৯৪৭ জন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জন এবং মারা গেছেন ৩১৬ জন।

 

প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইতালি।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

একুশে সংবাদ.কম.জা.হা

স্বাস্থ্য বিভাগের আরো খবর