সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির যে অভিযোগ টিআইবি’র, তা ভিত্তিহীন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৫ এপ্রিল, ২০২২

করোনাভাইরাস মহামারীর সময় স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ টিআইবি করেছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত জানিয়ে রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল খুবই‘ইনট্রান্সপারেন্ট’  কাজ করেছে।
তবে এই প্রতিবেদনের জন্য টিআইবির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় যাবে না ।                  

স্বাস্থ্যমন্ত্রী বলেন ,টিআইবি সার্ভে করেছে ১০৫ টি টিকা কেন্দ্রকে ভিত্তি করে। যেখানে টিকা কেন্দ্র ছিল ১ লাখের উপরে।  ১৮০০ লোকের মধ্যে সার্ভে হয়েছে।  যেখানে ১২ কোটির উপরে মানুষকে টিকা দেয়া হয়েছে। তাদের সার্ভের সাইজ এত ছোট যেটা সঠিক নয়।

 সংবাদ সম্মেলনের  স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হোসেন বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এসএম

স্বাস্থ্য বিভাগের আরো খবর