সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৪ ঘন্টায় রামেকে মৃত্যু ৪

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মুত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গেই ৪ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের ৩ জন চাঁপাইনবাবগঞ্জের ও একজন রাজশাহীর বাসিন্দা। 

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৫ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৬৯ জন ভর্তি রয়েছেন। ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৩ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পিসিআর মেশিনে ৩১৯ টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় পরীক্ষার অনুপাতে  রাজশাহীর ২ দশমিক ৩৩ শতাংশ এবং নাটোরের ৭ দশমিক ৫৫ শতাংশনমুনায় করোনা ধরা পড়েছে। ।

করোনা ও উপসর্গে মৃতদের পরিবারকে লাশ হস্তান্তরের সময় স্বাস্থ্যবিধি মেনে দাফন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

একুশে সংবাদ/জা/তাশা 

স্বাস্থ্য বিভাগের আরো খবর