সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁও করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৩ জুলাই, ২০২১

ঠাকুরগাঁওয়ে করােনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে । এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন । এ নিয়ে জেলায় মােট মৃত্যুর সংখ্যা ১২১ জনের দাঁড়িয়েছে । মঙ্গলবার ( ১৩ জুলাই ) সকালে ঢাকা পােস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা . মাহফুজার রহমান সরকার । সিভিল সার্জন মাহফুজার বলেন , ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করােনাভাইরাস শনাক্ত হয়েছে । একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয় । 

এর মধ্যে সদর উপজেলায় ২ জন , বালিয়াডাঙ্গতে ২ , রানীশংকৈল উপজেলায় ১ ও পীরগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন । এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন । এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন , বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জন , রানীশংকৈল উপজেলায় ১৮ জন , হরিপুর উপজেলায় ১২ জন ও পীরগঞ্জ উপজেলায় ২১ জন রয়েছেন । ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৪ জন করােনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮ জন ও মারা গেছেন ১২১ জন ।


একুশে সংবাদ/লিমন/ব
 

স্বাস্থ্য বিভাগের আরো খবর