সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক

শ্যামল দত্ত এর হাতে তুলে দিলেন  দুটি বই কবি ড.আজিজুল আম্বিয়া

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৫ এএম, ৭ মার্চ, ২০২৪

ড.আজিজুল আম্বিয়া রচিত প্রবন্ধের বই “গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য” ও উনার  সম্পাদিত “মুজিব দ্য গ্রেট “ বইগুলি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এর হাতে তুলে দেন কবি নিজে ৬ মার্চ সকাল ১০ টায় সেন্ট্রাল  লন্ডনের ওয়েস্টমিনিস্টার হোটেল এর রিসেপশন এরিয়ার লবিতে। 

তখন  উপস্হিত ছিলেন   ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বই  গুলিতে বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোরআন , হযরত মুহাম্মদ (সাঃ), বাংলাদেশের সিনেমা, ফিলিস্তিন এর ইতিহাস  ও বাংলাদেশের স্বাস্হ্য নীতি সহ জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে। 

এছাডা মুজিব দ্য গ্রেট এ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক খ্যাতিমান লেখকদের ও লেখা রয়েছে।সাংবাদিক শ্যামল দত্ত বইটির কিছু অংশ পড়েন এবং তিনি জানান , প্রবাসের মাটিতে থেকে এরকম কাজ অবশ্যই সাহসী উদ্দ্যোগ বলা যায়।  

তিনি লেখক এবং বইগুলির সফলতা কামনা করেন। আর লেখককে এই কাজ অব্যাহত রাখার অনুরোধ করেন। 

মেয়র জানান , তিনি অনেক খুশি হয়েছেন যে, এরকম সাহিত্য চর্চা বিদেশের মাটিতে করা সম্ভব  হচেছ এবং  বই ও লেখকের জন্য শুভকামনা করেন।

 

একুশে সংবাদ/এস কে

 

ফিচার বিভাগের আরো খবর