সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদে বৃষ্টির সম্ভাবনা

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৮ এপ্রিল, ২০২২
ছবি: একুশে সংবাদ

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঈদুল ফিতরে বৃষ্টি হানা দিতে পারে। ঈদের দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

তিনি বলেন, ঈদের দিনসহ ঈদের আগের দিন ও পরের দিন বৃষ্টি হতে পারে তবে তা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তবে আগামী ১০ দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ঈদের দিনসহ আগে ও পরের কয়েকদিন বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিনের আবহাওয়া কেমন হবে তা ৩ দিন আগে নিশ্চিতভাবে বলা যাবে। 

আজকের আবহাওয়া পূর্বাভাসে তিনি বলেন, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী  বিভাগের উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।  এছাড়া ঢাকায় বৃষ্টি হওয়ার কোন সম্ভবনা নেই ও আগামী দুই দিনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃষ্টির সম্ভবনা নেই। তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। 


একুশে সংবাদ/জাহা.ঢা/এইচআই

পরিবেশ বিভাগের আরো খবর