সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ জানুয়ারি, ২০২১

শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। আজ শুক্রবার (২২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে  দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সাথে ঐ অঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। 

এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে।

গত সোমবার তেঁতুলিয়ায় সর্বশেষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ১০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছিল। তবে এই কয়েক দিন ঘন কুয়াশার কারণে রোদের তীব্রতা একেবারেই ছিল না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং পরের সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

একুশে সংবাদ/অমৃ

পরিবেশ বিভাগের আরো খবর