সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীতে ভরা পৌষেও ভ্যাপসা গরম

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৭ জানুয়ারি, ২০২১

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছুদিন যাবত ঢাকা ও এর আশপাশে তাপমাত্রা বাড়ছে। ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ সেটি ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আপাতত ১১ জানুয়ারির আগে তাপমাত্রা কমার কোনো খবর দিচ্ছে না আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এখনো ১ সপ্তাহ আছে পৌষ মাসের। তারপর আসবে মাঘ। কিন্তু এরই মধ্যে হঠাৎ ভ্যাপসা গরমের আবির্ভাব। পৌষের মধ্যে এমন আওহাওয়া ব্যতিক্রম বলেও জানিয়েছেন অনেকে। ভরা পৌষের ভ্যাপসা গরম ঘামাচ্ছে রাজধানীবাসীকে।

আবহাওয়া অধিদপ্তর তাদের সবশেষ আবহাওয়া বুলেটিনে জানায়, সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকা ও আশপাশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

একুশে সংবাদ/বানি/এআরএম

পরিবেশ বিভাগের আরো খবর