সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ ডিসেম্বর, ২০২০

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে । প্রতিদিনই কমছে তাপমাত্রা। সেই সঙ্গে কষ্ট বেড়েই চলছে শ্রমজীবী মানুষের। 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ মঙ্গলবার  আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরের দুই দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্তমানে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। 

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

একুশে সংবাদ/স.ম/এস
 

পরিবেশ বিভাগের আরো খবর