সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়ার ইরানি সিনেমা নিয়ে সংবাদ সম্মেলন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ এপ্রিল, ২০২২
ছবি: সংগৃহীত

বর্তমানে জয়া আহসান দুই বাংলার চলচ্চিত্রেই নিয়মিত অভিনেত্রী। তিনি জাতীয় চলচ্চিত্রে পুরস্কারপ্রাপ্ত এবং ভারতের সম্মানজনক ফিল্মফেয়ারে অভিনয় করে তিনবার পুরস্কার পেয়েছেন।

গত বছর দুটি সিনেমার জন্য অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন।জয়া আহসান সবাইকে টপকে ব্ল্যাক লেডি ছিনিয়ে নেন। এরপর থেকেই সে চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনে বিস্তৃত হতে থাকে এবং পরিচিতি বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় নতুন একটি ইরানি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া।

 

২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর একটি রেস্তোরাঁয়। তখন সেখানে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও জয়া আহসান উপস্থিত থাকেন। আরও ছিলেন সহ-অভিনয় শিল্পী রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুক এবং কলাকুশলীরা।

 এ ছাড়া ইরানি সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মীরা গণমাধ্যমের সঙ্গে ইফতার মাহফিলেও যোগ দেন।সেখানে বলা হয়েছে, ফেরেশতে সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়তি হচ্ছে বাংলা ভাষায়। 

ফেরেশতে সিনেমাটির দৃশ্যধারণ শেষে প্রথমে বিশ্বের নামকরা ফ্লিম ফেস্টিভ্যালগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।তারপর মুক্তি দেওয়া হবে বাংলাদেশ ও ইরানের সিনেমা হলগুলোতে।

একুশে সংবাদ / আর.টি / এস.আই
 

বিনোদন বিভাগের আরো খবর