সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উপজেলা পরিষদ নির্বাচন

কালীগঞ্জে ভোটারদের প্রার্থীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ৪ মে, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লা, হোটেল, রেস্তোরা ও চায়ের দোকানসহ সর্বত্রই এখন নির্বাচনী আলোচনার ঝড়। নারী ভোটারদের পাশাপাশি পুরুষরাও হিসাব নিকাশ কষছেন কোন প্রার্থীকে নির্বাচনে জয়ী করলে এলাকার উন্নয়নের কাজ হবে। জনগণের প্রত্যাশা পূরণে কে হবে তাদের কাক্ষিত বিজয়ী প্রার্থী। 

৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত  হতে যাচ্ছে। এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে এবার প্রতিদ্বন্ধিতায় মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে তিন নারী প্রার্থী। বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, কর্মিসভা, মিছিল-মিটিংয়ের মাধ্যমে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটের জানান দিচ্ছেন তাদের কর্মী সমর্থকরাও। প্রার্থীরাও সুশৃঙ্খলভাবে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

ভোটের আর মাত্র চার দিন বাকি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জুয়েনা আহমেদ (হাঁস), জেলা আ’লীগের সদস্য ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও (ফুটবল) এবং জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শর্মীলি দাস মিলি (কলস) প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েনা আহমেদ প্রতিবেদককে জানান, ভোটের মাধ্যমেই সাধারণ জনগণ বেছে নেবে তাদের যোগ্য প্রার্থী। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে রাজনীতি করি। আশা করছি উন্নয়নের স্বার্থে জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর