সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: ২৬ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২০ পিএম, ৪ মে, ২০২৪

গাজীপুরের  জয়দেবপুর স্টেশনের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় ২৬ ঘণ্টা পার হলেও এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। ফলে ডাবল লাইনের রেলরুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তরপশ্চিম রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ২ ঘণ্টা পর এক লাইনে শুরু হয় ট্রেন চলাচল। বিকেল ৫ টায় রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শুরু করে উদ্ধার তৎপরতা। ২৬ ঘণ্টা পার হলেও এখনো শেষ হয়নি উদ্ধার কাজ।

জানা যায়, টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। আর তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে ৪টি বগি অপসারণ করে পাশের ধীশ্রাম স্টেশনে সরিয়ে নেয়া হয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের দাবি, এক-দেড় ঘণ্টার মধ্যে পুরো উদ্ধার তৎপরতা সম্পন্ন হবে।

 

একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর