সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিঠুনের রোড শো বাতিল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৮ এপ্রিল, ২০২১

পুলিশের আচরণের প্রতিবাদে বেহালা পর্ণশ্রী থানার গেট ভেঙে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা৷

 মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল হওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেহালার পর্ণশ্রীতে৷ এ দিন বেহালা পশ্চিম কেন্দ্রর বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে আসার কথা ছিল মিঠুনের৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশ রোড শো-র অনুমতি না দেওয়ায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী- সমর্থকরা৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী শ্রাবন্তীও৷ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তিনি৷

 পরে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন শ্রাবন্তী৷ তাঁর অভিযোগ, থানায় ওসি-ও ছিলেন না৷ অ্যাডিশনাল ওসি তাঁর সঙ্গে কথা বলেন৷ বিজেপি প্রার্থীর দাবি, পুলিশ তাঁকে জানিয়েছে যে অন্য একটি দলের রোড শো থাকায় ওই সময়ে মিঠুনের রোড শো-র অনুমতি দেওয়া সম্ভব হয়নি৷ যদিও কোন দলের রোড শো রয়েছে বা তাঁর সমর্থনে কোনও নথি পুলিশ দেখাতে পারেনি বলে অভিযোগ শ্রাবন্তীর৷ এমন কি, রোড শো-র বদলে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের অনুমতিও পুলিশ দেয়নি বলে অভিযোগ বিজেপি শিবিরের৷

এর পর থানা থেকে বেরিয়ে একাই একটি রোড শো করেন শ্রাবন্তী৷ মিঠুন চক্রবর্তী অবশ্য বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো করতে টালিগঞ্জে চলে আসেন৷ সেখানে তিনি বলেন, 'আমি কোনও জায়গায় প্রচারে গিয়ে কারও সম্পর্কে খারাপ কথা বলিনি যাতে উত্তেজনা তৈরি হয়৷ তার পরেও কেন অনুমতি দেওয়া হল না, পুলিশই বলতে পারবে৷'

বিজেপি-র দাবি, নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপে গতকাল বুধবার বেলা ১২টায় বেহালায় মিঠুনের রোড শো-র জন্য আবেদন করা হয়েছিল৷ কিন্তু রাত ৮টায় সেই আবেদন খারিজ হয়ে যায়৷

বিনোদন বিভাগের আরো খবর