সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রিহানার বিকিনি ছবি পোস্ট করে সমালোচনার মুখে কঙ্গনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২১

কৃষক আন্দোলন নিয়ে রিহানার টুইট প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে ব্যাপক কটাক্ষ শুরু করেন কঙ্গনা রানাউত। ভারতের নিজস্ব বিষয় নিয়ে রিহানা, গ্রেটা, মিয়ারা কেন মন্তব্য করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। শুধু তাই নয়, রিহানা কেন ভারতের বিষয়ে নাক গলাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা।

কৃষকদের নিয়ে রিহানার টুইটের প্রেক্ষিতে কঙ্গনা যখন একের পর এক মন্তব্য করেন, সেই সময় সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এরপরই রিহানার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন বলিউড 'কুইন'।

রিহানার টুইটের প্রতিবাদ করতে গিয়ে মার্কিন পপ তারকার একের পর এক বিকিনি ছবি শেয়ার করতে শুরু করেন কঙ্গনা। শুধু তাই নয়, নিজের ছবির সঙ্গে রিহানার বিভিন্ন বিকিনি ছবি কোলাজ করে তা শেয়ার করেন কঙ্গনা। রিহানার টুইটের প্রতিবাদ করায় তাঁকে যাঁরা আক্রমণ করছেন, তাঁদের জবাব দিতেই আন্তর্জাতিক পপ তারকার বিভিন্ন ছবি শেয়ার করেন কঙ্গনা। ওই ঘটনার পরপরই কঙ্গনার বিরুদ্ধে ফুঁসে ওঠেন নেট জনতার একাংশ। 

রিহানার বিকিনি ছবির প্রেক্ষিতে নেট নাগরিকদের বেশ কয়েকজন কঙ্গনারও একের পর এক বিকিনি ছবি শেয়ার করতে শুরু করেন। শুধু তাই নয়, কঙ্গনার বিকিনি ছবি শেয়ার করে, তাকে 'সাময়িক স্মৃতিভ্রষ্ট' বলেও আক্রমণ করেন অনেকে। নিজের বিকিনি ছবিগুলির কথা কঙ্গনা কীভাবে ভুলে যেতে পারেন বলে প্রশ্ন করেন অনেকে।

এদিকে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের টুইটের পরপরই ট্রেন্ড করতে শুরু করে #IndiaAgainstPropaganda নামে একটি হ্যাশট্যাগ। যেখানে কৃষক আন্দোলনের সমাধান করতে কোন বিদেশির এগিয়ে আসার প্রয়োজন নেই। ভারতের নিজস্ব বিষয় দেশের মানুষই সমাধান করতে পারবেন বলে মন্তব্য করতে শুরু করেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকররা।

ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা যখন #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ জুড়ে রিহানার টুইটের প্রতিবাদ করেন, সেই সময় গোটা দেশ উত্তাল হয়ে যায়। কৃষক আন্দোলনের পক্ষে, বিপক্ষে দুটি দল ভাগ হয়ে একে অন্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন বিভিন্নভাবে।


একুশে সংবাদ/জ/আ

বিনোদন বিভাগের আরো খবর