সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবারের ‘ইত্যাদি’ সারদার পুলিশ একাডেমিতে

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ অক্টোবর, ২০২০

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মাপলি বিধৌত, বরেন্দ্রভূমি ও ইতিহাসখ্যাত নগরী রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শক নিয়ে ধারণ করা হয় এবারের পর্ব।

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলো ঘিরে ধারণ করা হয় জনপ্রিয় বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

ইত্যাদির এবারের আকর্ষণ দুটি। তা হলো-রাজশাহীর সীমান্তঘেঁষা ছোট্ট গ্রাম চরখিদিরপুরের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান।

বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে থাকা শকুন এবং এর সংরক্ষণে কাজ করা একদল স্বেচ্ছাসেবকের ওপর প্রতিবেদন দর্শকের মনে দাগ কাটতে পারে। বগুড়ার জাহিদুল ইসলামের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের ওপরও একটি প্রতিবেদন দেখা যাবে এবারের ইত্যাদিতে।

আশ্রয়হীন শিশু ও বৃদ্ধদের আশ্রয় দিতে গিয়ে নিজেরাই আশ্রয়হীন হয়ে পড়া দম্পতি ডা. শামসুদ্দিন ও মেহেরুন্নেসার প্রতিষ্ঠিত একটি শিশু সদনের ওপর রয়েছে প্রতিবেদন।

এছাড়াও এ পর্বে থাকছে গ্রিসের রাজধানী এথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনা দলের সচিত্র প্রতিবেদন।

আগামীকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদির এ পর্ব  প্রচারিত হবে। পুনঃপ্রচার হবে ১ নভেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

একুশে সংবাদ/জা/বিআর

বিনোদন বিভাগের আরো খবর