সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইবিতে স্থগিত পরীক্ষা চালুর দাবিতে বিক্ষাভ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

পল্লব সিয়াম, ইবি করেসপন্ডেন্ট: বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে বিক্ষাভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ডেকে এনে আমাদের পরীক্ষা নেওয়া হবেনা। এ কেমন প্রহসন? হল বন্ধ থাকায় আমরা নিরাপত্তা ঝু্ঁকি নিয়ে মেসে থাকছি। ৭ কলেজের পরীক্ষা চললে আমাদের হবেনা কেনো? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে স্থগিত পরীক্ষা পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?’, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।


একুশে সংবাদ/পআ/আ

শিক্ষা বিভাগের আরো খবর