সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচএসসি পরীক্ষার ফল ২৫ ডিসেম্বরের মধ্যে

প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ অক্টোবর, ২০২০

করোনার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এইচএসসি পরীক্ষা নিয়ে সমাধানে আসে শিক্ষামন্ত্রণালয়। পরীক্ষা না নিয়েই দেয়া হয়েছে অটোপাশের সিদ্ধান্ত। এখন অপেক্ষা ফলাফলের। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

২৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এমনটাই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। তবে, এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।

প্রসঙ্গত, চলমান মহামারি করোনার কারণে সম্প্রতি বাতিল করা হয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। 

একুশে সংবাদ/জা/এআরএম

শিক্ষা বিভাগের আরো খবর