সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম কমলো

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৮ এপ্রিল, ২০২৩

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর বেড়েছে। ফলে মূল্যবান ধাতুটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।  

 

শুক্রবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮৩ ডলার ০১ সেন্টে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯১ ডলার ৭০ সেন্টে।

 

তবে দৈনিক ভিত্তিতে স্বর্ণেরদরপতন ঘটলেও মাসিক হিসাবে বেড়েছে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত দামি ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।

 

অ্যাক্টিভ ট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। ধারণা করা হচ্ছে, আরেক দফায় সুদের হার বাড়ানোর ঘোষণা দেবেন তারা। এ প্রত্যাশায় ডলারের দর বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় স্বর্ণের দাম কমেছে।

 

তিনি আরও বলেন, চলমান এপ্রিলের শুরু থেকে গ্রিনব্যাকের দর কমছিল। আমেরিকান ব্যাংকিং সেক্টরে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এ অবমূল্যায়ন ঘটে। ফলে লাভের মুখ দেখেছে বুলিয়ন মার্কেট।

 

বিশ্বজুড়ে ব্যাংক খাতে সংকট দেখা দেয়ায় মধ্য এপ্রিলে স্বর্ণের দাম ব্যাপক বৃদ্ধি পায়। আউন্সপ্রতি দর দাঁড়ায় ২০৪৮ ডলার ৭১ সেন্ট। বিগত ১ বছরের মধ্যে তা সর্বোচ্চ।

 

একুশে সংবাদ/য/এসএপি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর