সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছুটির দিনে শপিংমলগুলোতে উপচেপড়া ভিড়

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৮ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জমে উঠছে রাজধানীর মার্কেটগুলো।  সাপ্তাহিক ছুটির দিনে তাই রাজধানীর শপিংমলগুলোতে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। পোশাক থেকে শুরু করে ঈদের সাজসজ্জার সব দোকানেই বেড়েছে ক্রেতা পরিমাণ।

 

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর শপিংমলগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

 

মার্কেটগুলোতে ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। সাপ্তাহিক ছুটির দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে শপিংমলগুলোতে। পরিবারের সদস্যদের সাথে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার।

 

ক্রেতারা জানান, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা। এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি।

 

আর বিক্রেতারা বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচা বিক্রিও ভালো বলে জানান তারা।

 

এদিকে অন্যান্য দিন ক্রেতার পরিমাণ কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর