সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে: গয়েশ্বর

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ৯ মে, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ পরাধীন না হলেও এ মুহূর্তে স্বাধীন নয়, সার্বভৌমত্ব হুমকির মুখে। আওয়ামী লীগের ভারত ছাড়া আর কোনো দেশ পাশে নেই।

বৃহস্পতিবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণ-অধিকার পরিষদের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে একতরফাভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তবে ভারতের পণ্য বর্জনের প্রতিক্রিয়া যথার্থ।

গয়েশ্বর বলেন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, ব্যাংকগুলো শূন্য হয়ে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। ভারত কিছুই করতে পারবে না। আওয়ামী লীগকে গর্তে পড়তেই হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের চেয়ে উপজেলায় ভোটাররা আরও বেশি ভোট বর্জন করেছে। ভোটাররা এখন ভোটকেন্দ্রে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ তাদের নেতাকর্মী, সমর্থকদের কেন্দ্রে নিতে পারেনি।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

রাজনীতি বিভাগের আরো খবর