সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৩২৭ কোটি টাকায় পূর্ণাঙ্গ কনটেইনার স্ক্যানার সিস্টেম কিনবে সরকার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ নভেম্বর, ২০২২

দেশের বিভিন্ন কাস্টম হাউস ও দফতরের জন্য ৩২৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ব্যয়ে নুকটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি পূর্ণাঙ্গ কনটেইনার স্ক্যানার সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে সরকার।

 

বুধবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

 

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১টি প্রস্তাব। ক্রয় কমিটির অনুমোদিত ৫টি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ ১ হাজার ৩০৪ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৬৫৩ টাকা।

 

মোট অর্থায়নের মধ্যে সরকার থেকে ব্যয় হবে ৩২৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৯৭৭ কোটি ১২ লাখ ১৩ হাজার ২৮৮ টাকা।

 

একুশে সংবাদ.কম/সট/জাহাঙ্গীর

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর