সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫ মানি এক্সচেঞ্জের কার্যক্রম স্থগিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২ আগস্ট, ২০২২

 

ডলার নিয়ে কারসাজি করায় ৫ মানি এক্সচেঞ্জের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে অনুমোদনহীন ৯ প্রতিষ্ঠানকে সিলগালা ও ৪২ টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।  

 

তিনি বলেন, ডলার নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। 

 

ডলারের দাম নিয়ন্ত্রণে পরিদর্শন অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম কাজ করছে মাঠে।

 

রিজার্ভ নিয়র তিনি বলেন, গত বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫.৫ বিলিয়ন থাকলেও জুলাই মাসের ২০ তারিখ নাগাদ সেটা ৩৭.৬৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস, খাদ্য পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি আমদানি অনেক বেড়েছে। ফলে দেশীয় বাজারে ডলারের চরম সংকট তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর