সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জানুয়ারি) উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।  এদিন শেয়ারবাজারে সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন  কমেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৭ হাজার ৩২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৯৩ পয়েন্ট কমেছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৯৭ কোটি ২০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৬২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৭টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার।

একুশে সংবাদ/বাবু

 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর