সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কানে ফোন, রেললাইন পার হওয়ার সময় যুবকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০১ পিএম, ২ মে, ২০২৪

রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবক মারা গেছেন।  প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন।

বুধবার (১ মে) রাতে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর-জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রহিমা আক্তার এ তথ্য জানিয়েছেন।

এসআই রহিমা আক্তার বৃহস্পতিবার (২ মে) দুপুরে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। খিলগাঁও রেলগেট থেকে আনুমানিক ২০০ গজ দূরে। হুমায়ুন কবির মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এসআই রহিমা আরও বলেন, খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হুমায়ুন কবিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামে। বাবার নাম আউয়াল মিয়া।

 

একুশে সংবাদ/প.আ/সা.আ

জাতীয় বিভাগের আরো খবর