সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেনামী ঋণ ঠেকাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১২ অক্টোবর, ২০২১

বিভিন্ন ব্যাংক থেকে পরিচালকদের নিজ নামে ঋণের পরিমাণ পৌনে লাখ কোটি টাকার বেশি। বেনামী ঋণের পরিমাণও বিপুল। এ পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো কোম্পানির পরিচালকরা যাতে বেনামে কোন ঋণ নিতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান নিয়েছে।

এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

নির্দেশনায় উল্লেখ করা হয়, এখন থেকে ঋণগ্রহীতা কোম্পানির পরিচালকদের তালিকা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ভান্ডার বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) হালনাগাদ করে রাখতে হবে। একই সঙ্গে পরিচালকদের দায় দায়িত্বও সুনির্দষ্টিভাবে উল্লেখ করতে হবে। সাবেক পরিচালকদের নামে ঋণের বিপরীতে কর্পোরেট, ব্যক্তিগত বা দুই ধরনের গ্যারান্টি থাকলে তার কার্যকারিতা সম্পর্কেও সিআইবিকে জানাতে হবে। 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ যে কোন ঋণ গ্রহীতা কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

একুশে সংবাদ / আল-আমিন 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর