সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"টাকা দিবস" উদযাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১২ পিএম, ৩ মার্চ, ২০২১

এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। নিজস্ব নোট ও মুদ্রা একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে স্বল্পতম সময়ের মধ্যে কাগজি টাকার প্রচলন শুরুর মাধ্যমে বিজয় মুকুটের উজ্জ্বল পালকটি যুক্ত হয়  ১৯৭২ সালের ৪ মার্চ।

কালেক্টার, বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা। বাংলাদেশের প্রথম কাগজি টাকা প্রচলনের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে কালেক্টার প্রথমবারের মত ৪ মার্চকে "টাকা দিবস" হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে কালেক্টার পরিবার আগামী ৪ ও ৫ মার্চ, ২০২১ (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী বর্ণাঢ্য সংগ্রাহক মহাসমাবেশের আয়োজন করবে। অনুষ্ঠানস্থল: ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা - ১২১৫।

একুশে সংবাদ/ জ.র /এস

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর