সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৮ অক্টোবর, ২০২০

দেশের বাজারে হঠাৎ করে আলুর দাম কেজিপ্রতি ৩০ টাকা থেকে বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা হয়ে গেছে। ফলে ক্রেতাদের কাছে টিসিবির মাধ্যমে কেজিপ্রতি ২৫ টাকা করে আলু বিক্রির করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) বাণিজ্যমন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে। এছাড়া বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে।

বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি আলু ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

একুশে সংবাদ/মা.ক/এআরএম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর