সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাহালুর নাগর নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ৭ ডিসেম্বর, ২০২২

গুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মদনাই এলাকার নাগর নদী হতে অবৈধ উপায়ে মাটি ও বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট  অভিযান চালিয়ে ২ জনকে জেল দেওয়া হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

 

মঙ্গলবার রাত ৮ টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সবুজ কুমার বসাক এই মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই এনামুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

 

আটককৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলা চক বন্যা গ্রামের বারিক হোসেনের পুত্র ট্রাক চালক তুহিন (২৫) ও কাহালু উপজেলা কাশিমালা গ্রামের এনামুল হকের পুত্র ট্রাক চালক রাহুল (২২)।

 

ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট আইন, ২০০৯  এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌ. কা. বি. ১০৩ ধারার বিধান অনুসণে এলাকাবাসীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক ঘটনাস্থল হতে ১টি স্কেবেটর, ৩টি ট্রাক এবং আনুমানিক ২০০ ট্রাক উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।

 

কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক জানান, জব্দকৃত মালামাল  স্কেভেটর মেশিন, ট্রাক, বালু এলাকাবাসীর উপস্থিতিতে বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন এর জিম্মায় প্রদান করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

তিনি আরও জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ.কম/হা.র.প্র/জাহাঙ্গীর

অপরাধ বিভাগের আরো খবর