সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উল্লাপাড়ায় কৃষক সমাবেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বিকেলে গ্রীন বাংলা এগ্রোভেট লিঃ এর আয়োজনে বোরো ধান আবাদকারী শতাধিক কৃষক নিয়ে সমাবেশ করা হয়েছে। 

সদর উল্লাপাড়া ইউনিয়নের গজারিয়া এলাকায় সবুজ ট্রেডার্সের মালিক জহুরুল ইসলামের উপস্থাপনায় কৃষক সমাবেশ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকমাল হোসেন।

প্রধান আলোচক হয়ে বক্তব্য রাখেন গ্রীন বাংলা এগ্রোভেটের নর্থ জোনের ডেপুটি সেলস ম্যানেজার অনুপ কুমার রায়। 

আরো বক্তব্য রাখেন বগুড়া জোনের এরিয়া সেলস ম্যানেজার মোস্তফা কামাল , উল্লাপাড়ার মার্কেটিং অফিসির আঃ খালেক , ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বকুল, সাংবাদিক সাহারুল হক সাচ্চু , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন , উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু ইউসুফ , গোলাম মর্তুজা প্রমুখ। 

প্রধান আলোচক বোরো ধানের সবচেয়ে বেশী ক্ষতিকর মাজরা পোকা দমনে এবং অনান্য ফসলের পোকা দমনসহ নানা উপকারিতায় গ্রীন বাংলা এগ্রোভেটের কীটনাশকের ব্যবহার বিধি ও শতভাগ কার্যকারিতা তুলে ধরেন।

 

একুশে সংবাদ/এস কে
 

সারাবাংলা বিভাগের আরো খবর