সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একটি জাল ভোট হলেও ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা নির্বাচনে একটি জাল ভোট হলেও ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

শনিবার (২৭ এপ্রিল) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি হাবিব। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আগামী ৮ মে এই দুই উপজেলায় ভোটগ্রহণ হবে।

ইসি আহসান হাবিব বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে আপসহীন থাকার জন্য কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের দিন একটি জাল ভোট হলেও ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিবেচনায় রেখে ভোটের দিন প্রতি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র চালু থাকবে। গরমে কেউ অসুস্থ হলে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনা হবে।

বৈঠকে বরিশালের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা

 

জাতীয় বিভাগের আরো খবর