সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নওগাঁয় অভিনব কায়দায় পরিবহনের সময় ৪৯ কেজি গাঁজা উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩

নওগাঁয় অভিনব কায়দায় পরিবহনের সময় ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

 

সোমবার (১৩ মার্চ) ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

 

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, ‌আটককৃতরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তাদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাপাইনবাবগঞ্জের আড্ডা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন, আটককৃতদের টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহনে কাজ করানো হতো। দেখে বোঝার উপার নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর