সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে অসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

 

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন জানান,  কমলপুর গ্রামের  লুৎফুর রহমান মাস্টারের  একটি ঘরে সন্ধ্যার পর হঠাত আগুনের ধোয়া দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে ঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে।

 

লুৎফুর রহমান মাস্টারের পুত্রবধু জানান, সন্ধ্যার পর ঘরের ভিতর কাজ করার সময় তার ছেলে বারান্দায় আসে। এ সময় সে পাশের ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির সবাই বাইরে এসে দেখতে পাই ঘরে আগুন জ¦লছে। এ সময় কয়েকজন ছেলে কে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে।

 

স্কুল শিক্ষকের স্ত্রী হোসনে আরা বেগম ওরফে পারভিন আক্তার জানান, একই  গ্রামের আনিসুর রহমান আদিল নামে এক ব্যাক্তির সঙ্গে তাদের বিরোধ চলছে। আদিলের লোকজন এই ঘটনা করেছে।

 

আনিসুর রহমান আদিল জানান, লুৎফুর রহমানের সঙ্গে তার বিরোধ চলছে। তারা নিজেদের লোক দিয়ে ঘরে আগুন লাগিয়েছে।

 

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/লি.বি.ই.প্রতি/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর