সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উলিপুরে বাল্যবিবাহ প্রতিরোধে চ্যাম্পিয়ন ফাদার-মাদার এ্যাপ্রোচ প্রশিক্ষণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ২দিন ব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ে চ্যাম্পিয়ন ফাদার-মাদার এ্যাপ্রোচ বাস্তবায়নের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ও বৃহস্পতিবার (১২জানুয়ারী) দিনব্যাপী আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, টেকনিক্যাল অফিসার মোসলেম উদ্দিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুন প্রমুখ।

 

একুশে সংবাদ.কম/কা.স্ব.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর