সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৯ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

 

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য বিভাগের উদ্দোগে সদর উপজেলার এলএসডি গোডাউনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ও কৃষক মজিবুর রহমান।

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাছান জানান, চলতি বছর “কৃষক আ্যাপস” এর মাধ্যমে জেলায় ২ হাজার ১’শ ১৫ মেঃ টন ধান এবং ১১ হাজার ৩’শ ৪৪ মেঃ টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। আর প্রতি কেজি ধান ২৮ টাকা এবং প্রতি কেজি চাল ৪২ টাকা দরে কেনা হবে।

 

একুশে সংবাদ/আ.ও.প্রতি/পলাশ

সারাবাংলা বিভাগের আরো খবর