সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৭ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে গত এক সপ্তাহ ধরে সদর হাসপাতালে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক ও নার্সরা সেবা দিতে রিতিমত হিমসিম খাচ্ছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নুরুন্নাহার নাসু জানান, গত ১৮ নভেম্বর থেকে রোববার(২৭ নভেম্বর) পর্যন্ত প্রায় ৫’শ জন শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে নিউমোনিয়ায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে গড়ে ১০-১৫ জন রোগী।

 

তিনি আরো জানান, আবহাওয়া পরিবর্তনের কারনে এসময়ে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিদিনই সকাল থেকে নতুন রোগীর স্বজনা ভিড় করছে। রোগী ভর্তির বাড়তি চাপের কারণে শিশু ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে ও হাসপালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে তারা।

 

চিকিৎসক আরো জানান, রোগীরা একটু সুস্থ্য হলের তাদের ছেড়ে দেয়া হচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্তদের ক্ষেত্রে পরামর্শ বিশুদ্ধ পানি, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখা এবং সঠিক যত্ম নিলে এই রোগ কম বলে জানান।

 

একুশে সংবাদ/আ.ও.প্রতি/পলাশ

সারাবাংলা বিভাগের আরো খবর