সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে নতুন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৪ নভেম্বর, ২০২২

জয়পুরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সালেহীন তানভীর গাজী। তিনি এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক (উপ-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ জেলায় ২৬তম জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

 

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জয়পুরহাটসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

 

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এছাড়াও জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরিফুল ইসলামকে পটুয়াখালীর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। গত ০৬ জুলাই ২০২০ সালে তিনি জয়পুরহাটে ডিসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। জয়পুরহাটে প্রথম জেলা প্রশাসক ছিলেন মকবুল হোসেন।

 

একুশে সংবাদ.কম/মা.র.প্র/জাহাঙ্গীর

সারাবাংলা বিভাগের আরো খবর