সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আত্রাইয়ে বিশ্ব পর্যটন দিবস পালন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

পর্যটনে নতুন ভাবনা প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

 

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফা, ওসি তারেকুর রহমান সরকার, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

 

দিবসটি উপলক্ষে উপজেলার পর্যটন স্থান বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চারন ভূমি পতিসর ও মহাত্মা গান্ধী আশ্রম ভরতেতুলিয়া পরিস্কার পরিচ্ছন করা হয়।

 

পরে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর আয়োজনে নারী শিশু নির্যাতন যৌতুক ও মানব পাচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা হয়।

 

একুশে সংবাদ/না.হ.না/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর