সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মজুরির টাকা ফেরতের দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৯ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে মঙ্গলবার কর্মসৃজন কর্মসূচির  মুজুরির  টাকা ফেরতের  দাবি জানিয়ে শ্রমিকরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের সুজন বাজারে  ঘন্টা ব্যাপি মানববন্ধন করে শ্রমিকরা  চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে । এসময়ে তাদের কর্মসৃজনের মুজুরির টাকা আত্মসাতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে। 

এসময় বক্তব্য রাখেন, গোবিন্দশ্রী কর্মসৃজন প্রকল্পের সর্দার শাহজান মিয়া, মণিকা প্রকল্পের সর্দার এনামুল হক রেনু মিয়া,শ্রমিক  মতি মিয়া, বাবুল মিয়া, এরশাদ মিয়া, দিলজুরা বেগম, শিউলী আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান আমাদের সাথে অসৎ আচরণ করে ও হুমকি প্রদান করছে।

উল্লেখ্য, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের মুজুরির টাকা আসা মোবাইল ব্যাংকিং এর সিম নিয়ে যায়৷ পরে সবার মুজুির টাকা উঠিয়ে শ্রমিকদের অল্প টাকা দেয়। এ নিয়ে প্রকল্পের সর্দার শাহজাহান মিয়া শ্রমিকদের নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৩ আগষ্ট বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করে।


 

 

একুশে সংবাদ/সা.খা/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর