সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে জাতীয়  শিক্ষা সপ্তাহ -২০২২  শ্রেষ্ট শিক্ষক মোস্তাফিজুর রহমান   

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০২ পিএম, ২০ মে, ২০২২


জাতীয় শিক্ষা  সপ্তাহ -২০২২ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কলেজ পর্যায়ে   শ্রেষ্ট শ্রেণি  শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু ।


 এ তথ্য  নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সাত্তার সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু   উপজেলার  রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ( ইংরেজি) ।  


২০১৫  সালে  রানীগঞ্জ  মহিলা ডিগ্রি কলেজে (ইংরেজি)  শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে  ২০১২ সালে রানীগঞ্জ সরকারি  স্কুল  এন্ড কলেজে  (ইংরেজি) কলেজ শাখায়  নিয়োজিত ছিলেন। সততা নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে আসছেন । 


তিনি  উপজেলার শ্রেষ্ট শিক্ষক (কলেজ)  নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী ও  কল্যাণ মন্ত্রাণালয়ের সাবেক সচিব  মোঃ দলিল  উদ্দিন মন্ডল, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি , রানীগঞ্জ  মহিলা ডিগ্রি কলেজের  সভাপতি   মোঃ আবদুর রাফে খন্দকার সাহানশা,  উপজেলা  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  মোঃ সদের আলী খন্দকার,  ঘোড়াঘাট উপজেলা বে- সরকারি   মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক ও রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক  মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট  সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, রানীগঞ্জ  মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ  আবু তৈয়ব মোঃ রেজা, উপধাক্ষ্য মোঃ হাফিজুর রহমান, রানীগঞ্জ  সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন,  পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর -২,যোনাল অফিস  ঘোড়াঘাট ডুগডুগি  সাবেক পরিচালক মোছাঃ   সুরাইয়া আকতার, আলিমুর রাজি খন্দকার শুভ, ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুর ইসলাম  শাকিল, সরকারি আইনজীবী কাজী মাহবুবুর রহমান  সোবহানী চৌধুরী বাবু,  বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী, নাট্যকার, অভিনেতা, সফল আদর্শ  কৃষক, কাজী মাহবুবুর রহমান আবু  সাঈদ আহমেদ চৌধুরী ।


একুশে সংবাদকম/ম.ম.জা.হা

সারাবাংলা বিভাগের আরো খবর