সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা সহ ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে- বিসিসির মেয়র

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ মে, ২০২২
ছবি: একুশে সংবাদ

বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ইজিবাইকের জন্য নগরীর প্রত্যেক ওয়ার্ডে ব্যাটারি চার্জিং সিস্টেম করে দেয়া হবে।

আপনাদের জন্য নতুন আইন করবে বরিশাল সিটি করপোরেশন। ৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে। গতকাল বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মেয়র আরো বলেন, আপনাদের সড়কে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। আর এ সড়ক সিটি করপোরেশনের এক্তিয়ারে। আমার অনুমতি লাগবে। আমি না থাকলে যে মেয়র হবেন তার অনুমতি লাগবে। আমি আপনাদের সবাইকে পর্যায়ক্রমে চলাচলের অনুমতি দেব। তবে সবার আগে যারা আমার ভোটার, আমি তাদের আগে অনুমতি দেব। তারপর উপজেলা, জেলা ও বিভাগের বিষয়টি দেখবো। আপনারা আমাকে দুই মাস সময় দেন, আমি সব ঠিক করে দিচ্ছি।

সমাবেশে বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল দাস সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থি ছিলেন।

একুশে সংবাদ//টি.এ//র.ন

সারাবাংলা বিভাগের আরো খবর