সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০০ পিএম, ৬ মে, ২০২২

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকাসহ আশপাশের অঞ্চলের কর্মমুখী মানুষের চাপ বাড়ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

তবে ঢাকামুখী যানবাহনের তেমন চাপ না থাকলেও কর্মমুখী যাত্রীর চাপ রয়েছে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই এসব কর্মমুখী মানুষ ফেরি ও লঞ্চে করে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসছে। এরপর প্রায় এক কিলোমিটার হেঁটে লোকাল বাসে করে গন্তব্যের দিকে চলে যাচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী আব্দুস সোবাহান বলেন, ঢাকার যাত্রাবাড়ীর একটি দোকানে কাজ করি। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গেছিলাম। দোকানের মালিক রাতে ফোন করে বলল কাজে যোগ দিতে হবে আজকেই। এ জন্য সকালে পরিবার নিয়া রওনা হয়ে এ পর্যন্ত আসছি। তবে সড়কে এবং ফেরিতে পার হতে কোনো ভোগান্তি হয়নি। মনে হচ্ছে স্বস্তিতেই যেতে পারব।

আরেক যাত্রী হালিম মিয়া বলেন, গাজীপুর একটি পোশাক কারখানায় চাকরি করি। কারখানাও খুলে যাবে দুই-এক দিনের মধ্যে। তাই ভোগান্তি এড়াতে আগে পরিবার নিয়া কর্মস্থলে যাচ্ছি। ঢাকামুখী যাত্রীর চাপ পাটুরিয়া বেড়ে গেলে বাসের ভাড়াও বেড়ে যায়। মোটকথা ভোগান্তি এড়াতে আর নিয়মিত বাস ভাড়াতেই কর্মস্থলে যাওয়ার জন্য আজকে রওনা হয়েছি।

ভাড়া বেশি নেওয়ার বিষয়ে উনিশে পরিবহনের সুপারভাইজার সোলায়মান হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ থেকে ৫০ টাকা বেশি নিচ্ছি। কোনো বাসের চালক ও সহকারী যাত্রীদের কাছে থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে না। ঢাকা থেকে আমাগো খালি গাড়ি নিয়া আসতে হয় পাটুরিয়ায়। এখন আগের মতো আর যাত্রী হয় না আর যাত্রীরাও এখন অনেক সচেতন।

সারাবাংলা বিভাগের আরো খবর