সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবননগরে মোবাইল কোর্টের অভিযানে অর্থদণ্ডঃ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল কোর্টের অভিযানে মোট ছয়টি মামলায় ২ হাজার ৩ শত ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার(২৬) জানুয়ারী বিকাল ৪ টায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল। 

জীবননগর বনবিভাগ ও থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও স্বাস্থ্য বিধি না মানার কারনে মোট ৬ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। 

মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা যায়,বুধবার বিকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল এর নেতৃত্বে জীবননগর বাজার ও শাখারিয়া পিচ মোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করাত কল লাইসেন্স আইন ২০১২ এর ১২ ধারার অপরাধে উপজেলার নারায়ণ পুর গ্রামের মো.শরিফুল ইসলাম কে ১ হাজার টাকা,একই অপরাধে আনারুল ইসলাম কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও জীবননগর বাজারে স্বাস্থ্য বিধি না মানার কারনে মোবাইল কোর্ট আইনে ৪ জনকে ৩ শত ৫০ টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনার সময় সকল ব্যবসা প্রতিষ্ঠানে ডিলিং ও ট্রেড লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 
এসময় উপস্থিত জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।


একুশে সংবাদ/হাসান নিলয়/এইচ আই

সারাবাংলা বিভাগের আরো খবর