সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজীবপুরে সহায়তা সেবা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

রাজীবপুর প্রতিনিধি: লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের উপজেলা পর্যায়ে সিআরএফ সুবিধাভোগীদের সহায়তা পরিসেবা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাজীবপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন স্থানীয় সরকার কুড়িগ্রাম এর উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা।

 

রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আরও উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক ক্লাইমেট চেঞ্জ কো- অর্ডিনেটর কুড়িগ্রাম মোঃ মুছা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুড়িগ্রাম সাহেদ হাসান, রাজীবপুর উপজেলা ফ্যাসিলিটেটর, শাহিন আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীগন প্রমুখ।

একুশে সংবাদ/সহিজল ইসলাম/এইচআই/
 

সারাবাংলা বিভাগের আরো খবর