সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে ফের অগ্নিকন্ডের ঘটনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৩ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে ফের অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে।

 

শনিবার (২২ জানুয়ারী) দিবাগত মধ্য রাত আনুমানিক আড়ইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে স্কুলের তিনটি কক্ষের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে স্কুলের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী তারেক অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রধান শিক্ষক আব্দুল বারী তারেক জানান, শনিবার মধ্য রাতে স্কুলের উত্তর-পূর্ব পাশের টিনসেড বিল্ডিংয়ের তিনটি কক্ষে আগুণ লাগে। রাতেই স্কুলের নিরাপত্তা প্রহরী রিপন ফোন করে আগুন লাগার কথা জানায়। পরে রাতেই স্কুলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুণ নিভানোর কাজ শুরু করি। মাওনা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুনে ৩টি শ্রেণী কক্ষের ৮টি চেয়ার-টেবিল, ৬০ টি বেঞ্চ, ১২ টি সিলিং ফ্যান, তিনটি সিসি ক্যামরোসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

 

মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুনে তিনটি কক্ষের সবগুলো আসবাবপত্র পুড়ে যায়। তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়ানি। 

 

উল্লেখ, গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে স্কুলে পূর্ব পাশের তিনটি কক্ষে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার ৪০ দিন পর রাতের আঁধারে আবারো স্কুলে অগ্নিকান্ডের ঘটনায় স্কুলের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ধারনা করছেন দুর্র্বৃত্তরা নাশকাত সৃষ্টির জন্য বারবার স্কুল কক্ষে আগুন দিয়ে ক্ষতিসাধনসহ স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে।


 
একুশে সংবাদ/টি.আই সানি/এইচআই.

সারাবাংলা বিভাগের আরো খবর