সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাগুরায় স্কুল ছাত্রের বিষপান, যশোর হাসপাতালে মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

যশোর প্রতিনিধি: মাগুরায় আরমান রহমান (১৬) নামে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) মধ্যেরাতে নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালে  নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

আরমান মাগুরার মোহাম্মদপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। আরমান বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মৃত আরমানের চাচা ইমদাদ রহমান জানান, আরমান গতকাল শুক্রবার বিকেলে খেলাধুলা করে বাসায় ফেরে। এরপর হঠাৎ বাড়ির বাহিরে চলে যায়। বেশকিছুক্ষন পরে বাড়ির লোকজন আরমানকে বাড়ির সামনে মুখ থেকে ফেনা বের হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়।পরে অবস্থা খারাপ দেখে নড়াইল হাসপাতালের চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে আরমানকে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে। এবং লাশ যশোর মর্গে প্রেরণ করে।

পরিবারের অনান্য সদস্যরা জানায়,  আরমানের সাথে তাদের কারও ঝগড়া বিবাদ হয়নি। তবে আরমান কেন বিষ খেলো বা কেউ খাইয়ে দিয়েছে কি না সে সম্পর্কে তারা এ মুহুর্তে কিছুই বলতে পারছেন না।

আরমানের মৃতদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

একুশে সংবাদ/অ/য/প্র/এইচআই.

সারাবাংলা বিভাগের আরো খবর