সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবননগরে মোবাইল কোর্টে মাদকসেবির ৬ মাসের কারাদণ্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক মাদকসেবি কে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুর ২ টায় উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবি মাসুদ রানা(৩০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল। মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা যায়,বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল। এসময় মাদক সেবন করার অপরাধে ঐ গ্রামের আনিছুর রহমান এর ছেলে মাসুদ রানা কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর থানার এসএই শহিদুল ইসলাম।

 

 

একুশে সংবাদ/নিলয়/আশিক

সারাবাংলা বিভাগের আরো খবর