সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাতক্ষীরা স্বল্প খরচে উন্নত সেবা দিচ্ছে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম প্রিন্স। মানব সেবার ব্রত নিয়ে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। গতানুগতিক চিকিৎসার বাইরে এসে স্বল্প টাকায় সঠিক মান ও উন্নত সেবা নিশ্চিত করছেন।

সাতক্ষীরা শহীদ কাজল সরণী জজ কোর্টের পার্শ্বে,পলাশপোল ও সদর হাসপাতালে মেইন গেটের বিপরীত দিক খুলনা রোডে অবস্থিত সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার 


ইতোমধ্যে সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার  সাধারণ মানুষের মাঝে সুপরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। একদল উদ্যোমী তরুণ ও অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গঠিত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার  মানবসেবায় অবদান রেখে চলেছে।

সম্প্রতি সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম প্রিন্স জানান,  উন্নত পরিবেশ, আন্তরিক সেবা, স্বল্প খরচ এবং মানবতাকে মহান ব্রত ও চিকিৎসাকে নৈতিক মানদণ্ডের ওপর প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এই সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত সমাজের স্বাস্থ্যসেবাকে প্রধান্য দেওয়া হয়েছে। যারা স্বল্প ব্যয়ে সঠিক চিকিৎসা প্রত্যাশা করেন, তাদের প্রতি লক্ষ্য রেখেই এর যাত্রা শুরু হয়েছে। আমরা চিকিৎসা সেবার মাধ্যমে আস্থা অর্জন করছি। সহনীয় চিকিৎসা ব্যয়ের নিশ্চয়তা দিচ্ছি। গরিব ও দুস্থ রোগীদের ক্ষেত্রে কম খরচ বা যতটুকু না হলেই নয় এভাবে চিকিৎসা দেওয়াই আমাদের অঙ্গীকার। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো সবার জন্য চিকিৎসা। ধনী-গরিব সবাই সমান সেবা পাবেন। এছাড়া আমাদের উল্লেখযোগ্য বিশেষত্ব হলো কম খরচে 1.CBC 2. FBS
 3. Blood Sugar (2ABF) 4. Fasting Lipid Profile  5. LFT (Liver Function Test)  6. S. Creatinine 7. HBSAG (ICT)
8. S. Uric Acid 9. S. Electrolytes 
10. Thyroid Profile (T3, T4, TSH) O HBA1C  11. Iron Profile
 12. Vitamin D Total
 Urine R/M/E 13  Chest X-Ray PIA View with Report 
14. ECG 15. ECHO (Color Doppler) 16. USG of Whole Abdomen 17. Consultation With Physician পরীক্ষা করা হয়।এছাড়া এখানে বাংলাদেশ নিউরো মেডিসিন( ব্রেইন,নার্ভ)ও মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন ও বাত ব্যাথা বিশেষজ্ঞ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, চর্ম  এলার্জী, যৌন রোগ বিশেষজ্ঞ, নবজাতক,শিশু রোগ বিশেষজ্ঞ, নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক, ট্রামা বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ  
ডাক্তার গণ, সব সময় রুগী দেখছেন

আন্তরিক পরিবেশ, দক্ষ ও নিবেদিত স্বাস্থ্যকর্মী এবং  হাসপাতালের অভ্যন্তরে সব দেশি-বিদেশি ওষুধ প্রাপ্তির সুবিধা রয়েছে। 


একুশে সংবাদ/শুভ /আরিফ

সারাবাংলা বিভাগের আরো খবর