সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদগাঁও‍‍`তে ঢলের পানিতে নিখোঁজ তিন যুবকের লাশ উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৯ জুলাই, ২০২১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

উদ্ধার হওয়া নিহতরা হলেন, দরগাহপাড়ার শাহজাহান শাহ এর পুত্র ফারুখ (২৮), দেলোয়ার (২০) ও শাহজাহান শাহ এর নাতি ও আবছারের পুত্র মোরশেদ (১৪)। 

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে ওই যুবকরা নিখোঁজ হলেও বিকাল ৫ টায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা জানান, দরগাহপাড়া সড়কের নাশিখালের সেতুর নীচে ঢলের পানিতে সকাল ১১ টার দিকে মাছ শিকার করতে যায় ৩ যুবক। সেখানে তারা নিখোঁজ হয়। 

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৫ টায় লাশগুলো উদ্ধার করে। 

ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, নিখোঁজ যুবকরা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছে। পরে বিকেলে ৫ টায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে মারা যাওয়া ৩ ব্যক্তির পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। একই সাথে শোক-সন্তপ্ত পরিবারদ্বয়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও প্রশাসন তাদের পাশে আছে মর্মে আশ্বস্ত করে বলে জানা গেছে।

 


একুশে সংবাদ/শাহাদত/প

সারাবাংলা বিভাগের আরো খবর